মেরী স্টোপস নিয়োগ বিজ্ঞপ্তি: মেরী স্টোপস বাংলাদেশ একটি প্রথম সারির NGO সংস্থা যা Marie Stopes International (MSI), মেরী স্টোপস বাংলাদেশ এর অধীনে উক্ত জেলায় মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবামূলক প্রকল্পে উল্লখিত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে।
Marie Stopes Job Circular
পদের নামঃ কেয়ারটেকার
পদসংখ্যাঃ ০১টি
যোগ্যতাঃ প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
কর্মস্থলঃ মেরী স্টোপস ক্লিনিক- মাদারীপুর
চাকরির দায়িক্তসমূহ
*আগ্রহী প্রার্থীকে অফিসের প্রতিদিনের পরিচ্ছন্নতা, ক্লিনিকের নিরাপত্তা, অফসিরে *মালামাল রক্ষণাবেক্ষণ, চিঠিপত্র/নথি আদান-প্রদানসহ ইত্যাদি কাজে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
*উল্লেখিত কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
*প্রার্থীকে ক্লায়েন্টদের প্রতি যত্নবান এবং সবার সথে মিলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
Marie Stopes Job Circular
প্রকাশের তারিখঃ ৮ আগষ্ট
আবেদনের শেষ তারিখঃ ২১ আগষ্ট