Home » ব্রাক এনজিওতে নিয়োগ প্রকাশ! জেনে নিন বিস্তারিত

ব্রাক এনজিওতে নিয়োগ প্রকাশ! জেনে নিন বিস্তারিত

by Chakrir Khobor

brac ngo job circular 2021: প্রকাশ করা হয়েছে। BRAC ngo হল একটি বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা (এনজিও) যা দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে কাজ করে। brak সংস্থার লক্ষ্য হলো জনগণের দারিদ্র্য দূরীকরণ, তাদেরকে স্বাবলম্বী করা এবং তাদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন করা।

কার্যক্রম স্বেচ্ছাসেবীর জন্য এগিয়ে এসেছিল এমন একদল লোকের উদ্যোগ নিয়ে একটি প্রচেষ্টা শুরু করেছিল। চাকরি পেতে হলে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।

brac ngo job circular 2021

প্রতিষ্ঠানের নাম: BRAC
পোস্ট নাম: জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা, (দাবি)
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২১
বেতন:টাকা. ২২০০০ (মাসিক )
খালি পদ: নির্দিষ্ট নয়

ব্রাক এনজিওতে নিয়োগ ২০২১

চাকরির দায়িত্বসমূহ
* ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচীতে কাজ করতে আগ্রহী।
* জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা সফলভাবে এক বছর ছয় মাস শিক্ষানবিশকাল সম্পন্ন করে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন এবং কর্মসূচী সংগঠকদের তত্ত্বাবধানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত শাখার ঋণ আদান-প্রদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করবেন।
চাকরির ধরন: ফুল টাইম

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
ফার্মাসিউটিক্যাল কোম্পানী, এনজিও, মাইক্রোফাইনান্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সেলস এন্ড মার্কেটিং, কাস্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্ট বিভাগে ১ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ২২০০০ (মাসিক )

কোম্পানীর সুযোগ সুবিধা
সুবিধাসমূহ: উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা, পারফরমেন্ট বোনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য।

আবেদনের পূর্বে পড়ুন

আগ্রহীপ্রার্থীদের http://careers.brac.net/ আবেদন করতে পারেন। অথবা উপরের এপ্লাই অনলাইনে আবেদন করুন। উল্লেখ্য যে, চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫০০০ টাকা জমা দিতে হবে (যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য)

source: bdjobs

Asian Transport Network Ltd Job Circular 2021

You may also like

Leave a Comment