ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ:চাকরী সন্ধানকারীদের জন্য সুখবর। প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। চারটি পদে মোট ১২৮ জন লোকবল নিয়োগ দেবে ভূমি মন্ত্রনালয়। আপনি কি চাকরি প্রত্যাশী?  তাহলে খুজে নিন আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। সম্পূর্ণ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, বিজ্ঞপ্তির পিডিএফ সব কিছু একসাথে পেতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। 

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। বিজ্ঞপ্তির সকল তথ্য বিস্তারিত জানতে, বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ দেখতে এবং ডাউনলোড করতে, অনলাইন আবেদন করার লিংক এবং আবেদনের প্রক্রিয়ার ধাপ গুলো হাতে কলমে দেখতে ভিজিট করুন আমাদের চাকরির খবর ওয়েবসাইটে। 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে পারবেন অনলাইনে । আবেদন শুরু এবং শেষ হওয়ার তারিখ, আবেদন ফি, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা জানতে হলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

অবশ্যই ডেডলাইনের আগে অনলাইন আবেদন করার চেষ্টা করবেন।

সূচিপত্র

সংক্ষেপে ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

প্রতিষ্ঠানের ধরনঃ সরকারি 

বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৭ই এপ্রিল, ২০২৩ 

আবেদনের মাধ্যমঃ অনলাইন 

আবেদন শুরুঃ ৩০শে এপ্রিল ২০২৩ ; সকাল ১০:০০ টা

আবেদন শেষঃ ৩০ শে মে,২০২৩ ;বিকাল ৫:০০ টা 

অফিশিয়াল ওয়েবসাইটঃ www.lmap.minland.gov.bd

পদসংখ্যাঃ ৪ টি 

লোকসংখ্যাঃ ১২৮ জন 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পদের নাম ও শূন্যপদ 

১. পদের নামঃ প্রোগ্রামার ( প্রধান কার্যালয়ের জন্য)

শূন্য পদঃ ১ টি 

বেতন স্কেলঃ সাকুল্য বেতন ৫৬,৫২৫ টাকা 

(গ্রেড- ৬ষ্ঠ)

প্রকল্পের মেয়াদঃ ৩৬ মাস, জুন, ২০২৬ পর্যন্ত 

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩৫ বছর

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন। 

আবেদন ফিঃ আবেদন ফি ৬০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬৭ টাকা সহ মোট ফি ৬৬৭ টাকা 

(সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে)

২. পদের নামঃ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (প্রধান কার্যালয়ের জন্য)

শূন্য পদঃ ০১ টি 

বেতন স্কেলঃ সাকুল্য বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯ম)

প্রকল্পের মেয়াদঃ  ৩৬ মাস, জুন, ২০২৬ পর্যন্ত

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর 

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন। 

আবেদন ফিঃ আবেদন ফি ৬০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬৭ টাকা সহ মোট ফি ৬৬৭ টাকা 

(সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে)

৩. পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা (প্রধান কার্যালয়ের জন্য)

শূন্যপদঃ ১টি 

বেতন স্কেলঃ সাকুল্য বেতন ২১,৭০০ টাকা 

( গ্রেড- ১১)

প্রকল্পের মেয়াদঃ  ৩৬ মাস, জুন, ২০২৬ পর্যন্ত

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর 

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন। 

আবেদন ফিঃ আবেদন ফি ৩০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৩৪ টাকা সহ মোট ফি ৩৩৪ টাকা 

(সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে)

৪. পদের নামঃ  কম্পিউটার অপারেটর (উপজেলা/সার্কেল ভূমি অফিসের জন্য) 

শূন্য পদঃ ১২৫ টি 

বেতন স্কেলঃ স্থানভেদে সাকুল্য বেতন ১৯,৩০০ বা  ১৮,২০০ বা ১৭,৬৫০ টাকা (গ্রেড- ১৩)

প্রকল্পের মেয়াদঃ ২৪ মাস (যোগদানের তারিখ হতে) 

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর 

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন। 

আবেদন ফিঃ আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩  টাকা সহ মোট ফি ২২৩ টাকা 

(ফেনি, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, নরসিংদী, রাজবাড়ী, পঞ্চগড়, শেরপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই।) 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পিডিএফ ডাউনলোড 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। 

পিডিএফ ডাউনলোড লিংক

লিংকে ক্লিক করলে নিচের ছবির মত ইন্টারফেস আসবে। Download Circular অপশনে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে।

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদন লিংক  

আবেদন লিংকে ক্লিক করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করে মনযোগ সহকারে পড়ুন। যে পদের জন্য আপনি যোগ্য সেই পদের জন্য আবেদন করুন।

আবেদন লিংক 

আবেদন লিংকে ক্লিক করলে নিচের ছবির মত ইন্টারফেস আসবে।

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া 

সকল রিকয়ারমেন্ট মিলে গেলে আবেদন প্রক্রিয়ায় অগ্রসর হবেন। এরপর নিচের ছবির মত পেইজ আসবে আপনি No অপশন সিলেক্ট করে এগিয়ে যাবেন।

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

এরপরে ব্যাসিক ইনফরমেশন, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, সকল একাডেমি রেজাল্ট ফিলআপ করে সিকিউরিটি কোড পূরন করে সাবমিট করবেন। 

পরের পেইজে আপনার ছবি এবং স্বাক্ষর চাইবে। ছবির সাইজ (৩০০× ৩০০ pixel) এবং 100 KB। 

স্বাক্ষরের সাইজ (৩০০×৮০ pixel)  এবং 60 KB 

আপলোড করে নেক্সট ক্লিক করলে প্রিভিউ আসবে। প্রিভিউতে আপনি চেক করবেন সব ইনফরমেশন ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে সাবমিট করবেন ।

আপনার আবেদন প্রক্রিয়া এখানেই শেষ। এরপর একটা User ID পাবেন। ৭২ ঘন্টার মধ্যে User ID ব্যবহার করে আবেদন ফি জমা দেবেন। 

টেলিটকে আবেদন ফি জমাদান প্রক্রিয়া 

যেকোনো প্রিপেইড টেলিটক সিমে নির্দিষ্ট পদের জন্য যে পরিমান ফি চাওয়া হয়েছে সেই পরিমান ব্যালেন্স রাখতে হবে। 

SMS: The focus keyphrase was found 10 times. That’s more than the recommended maximum of 8 times for a text of this length.  অপশনে গিয়ে  টাইপ করবেন 

LMAP < space > User ID লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন। 

পরবর্তীতে আপনাকে একটা SMS পাঠানো হবে যেখানে একটা PIN আসবে৷ 

এরপর আবারো মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন 

LMAP < space > Yes  < space > PIN 

লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন।

মনে রাখবেন আবেদন জমাদানের ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দিলে উক্ত আবেদন গ্রহনযোগ্য হবে না। 

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিশিয়াল

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ

শেষ কথা

যেকোনো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে চাকরি প্রত্যাশীদের কাছে পৌছে দেয়াই আমাদের ব্রত। যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের সেবা অব্যাহত রাখবো। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার পরিচিতদের মাঝে।

Leave a Comment